শিবচর হাইওয়েতে বিএনপি'র নমিনেশন বঞ্চিত লাবলুর সমর্থকদের বিক্ষোভ
শিবচর উপজেলা প্রতিনিধি
৩-১১-২০২৫ রাত ১০:৩
শিবচর হাইওয়েতে বিএনপি'র নমিনেশন বঞ্চিত লাবলুর সমর্থকদের বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শিবচর উপজেলায় বিএনপির মনোনয়নের ঘোষণার পর বিক্ষোভ করছেন মাদারীপুর ১ শিবচর আসনের ২০১৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর অনুসারীরারা। তারা এক্সপ্রেসওয়ের রাস্তার দুদিকেই গাছের গুড়ি ফেলে,টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দেন। বিক্ষোপ্ত জনতার তোপের মুখে পুলিশের তিনটি গাড়ি পিছু হটতে বাধ্য হয়।
উল্লেখ্য সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে, মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। লাভলু সিদ্দিকীর সমর্থকদের দাবি জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন যা দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও, কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনায় মাদারীপুর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর অনুসারী শিবচর উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাসির হাওলাদার বলেন' মাদারীপুর-১ শিবচরের দুর্দিনের কান্ডারী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী তিনি ২০১৮ সালের কঠিন পরিস্থিতির মধ্যেও বিএনপি নির্বাচন করেছেন।তিনি বিএনপি'র প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। দুঃসময় তিনি প্রতিটি নেতাকর্মীদের সাথে ছিলেন। কিন্তু কি কারনে তাকে আজ মনোনয়ন বঞ্চিত করা হলো ? যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার ভাই আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান। আমরা দলের কাছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আশা করব অতি দ্রুত বিতর্কিত এ ঘোষণা যেন প্রত্যাহার করা হয়'। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। ২ ঘন্টা যাবত রাস্তা অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।
শিবচর উপজেলা প্রতিনিধি
৩-১১-২০২৫ রাত ১০:৩
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শিবচর উপজেলায় বিএনপির মনোনয়নের ঘোষণার পর বিক্ষোভ করছেন মাদারীপুর ১ শিবচর আসনের ২০১৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর অনুসারীরারা। তারা এক্সপ্রেসওয়ের রাস্তার দুদিকেই গাছের গুড়ি ফেলে,টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দেন। বিক্ষোপ্ত জনতার তোপের মুখে পুলিশের তিনটি গাড়ি পিছু হটতে বাধ্য হয়।
উল্লেখ্য সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে, মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। লাভলু সিদ্দিকীর সমর্থকদের দাবি জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন যা দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও, কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনায় মাদারীপুর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর অনুসারী শিবচর উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাসির হাওলাদার বলেন' মাদারীপুর-১ শিবচরের দুর্দিনের কান্ডারী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী তিনি ২০১৮ সালের কঠিন পরিস্থিতির মধ্যেও বিএনপি নির্বাচন করেছেন।তিনি বিএনপি'র প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। দুঃসময় তিনি প্রতিটি নেতাকর্মীদের সাথে ছিলেন। কিন্তু কি কারনে তাকে আজ মনোনয়ন বঞ্চিত করা হলো ? যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার ভাই আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান। আমরা দলের কাছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আশা করব অতি দ্রুত বিতর্কিত এ ঘোষণা যেন প্রত্যাহার করা হয়'। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। ২ ঘন্টা যাবত রাস্তা অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।