287628
শিরোনামঃ
বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের জনগণ এখন নির্বাচনমুখী : নুরুদ্দিন অপু বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য- পরিবেশ উপদেষ্টা কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে সহায়তা প্রদান বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোব ও মশাল মিছিল টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে-শিল্প উপদেষ্টা 

শিকলবন্দী শৈলকুপার নাজমিনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজমিন খাতুনের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে উপজেলার আনন্দনগর গ্রামের অসহায় এ পরিবারটির সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় তারা পরিবারটির হাতে নগদ অর্থ তুলে দেন এবং জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানসিক প্রতিবন্ধী এ মেয়েটির সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে নাজমিনের শিকলবন্দী থাকার খবরটি প্রচারিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার' এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়াও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবারটির নিকট তারেক রহমাননের পক্ষ থেকে আর্থিক অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৪০টি জেলার বিভিন্ন অসহায় ও জুলাই যুদ্ধে আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধী নাজমীনের পাশে এসে দাড়ালেন। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তার কাজ চলমান রাখবেন তারেক রহমান।’

উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের দিনমজুর নাসির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজমীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় রয়েছে। তার পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না। এছাড়াও নাজমীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাসির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে এসে দাঁড়ানোই পরিবারটির মুখে হাসি আর মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশার আলো জ্বলেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

১৪-১১-২০২৫ দুপুর ২:২৯

news image

ঝিনাইদহের শৈলকুপায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজমিন খাতুনের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে উপজেলার আনন্দনগর গ্রামের অসহায় এ পরিবারটির সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় তারা পরিবারটির হাতে নগদ অর্থ তুলে দেন এবং জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানসিক প্রতিবন্ধী এ মেয়েটির সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে নাজমিনের শিকলবন্দী থাকার খবরটি প্রচারিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার' এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়াও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবারটির নিকট তারেক রহমাননের পক্ষ থেকে আর্থিক অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৪০টি জেলার বিভিন্ন অসহায় ও জুলাই যুদ্ধে আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধী নাজমীনের পাশে এসে দাড়ালেন। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তার কাজ চলমান রাখবেন তারেক রহমান।’

উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের দিনমজুর নাসির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজমীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় রয়েছে। তার পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না। এছাড়াও নাজমীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাসির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে এসে দাঁড়ানোই পরিবারটির মুখে হাসি আর মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশার আলো জ্বলেছে।