ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোব ও মশাল মিছিল
শিবচর উপজেলা প্রতিনিধি
৬-১২-২০২৫ রাত ৮:৩৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোব ও মশাল মিছিল
মাদারীপুর-১ শিবচরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত কামাল জামান মোল্লার প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিলের ঘটনা ঘটেছে।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ কামাল জামান মোল্লার সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেছেন। এক্সপ্রেসওয়ের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ সময় কামাল জামাল মোল্লার সমর্থকরা বলেন' আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।মাদারীপুর ১ শিবচরের মনোনয়ন কামাল জামালেই দিতে হবে। এ আসনে ধানের শীষ কে বিজয় করতে কামাল জামান নুরুদ্দিন মোল্লার কোন বিকল্প নেই'।
শনিবার(৩ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতের মাদারীপুর জেলার শিবচরের মাদবরেরচরের মোল্লার বাজার নামক স্থানে মহাসড়কে মশাল মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এসময় উভয় লেনে আটকে পড়ে শত শত যানবাহন। দূর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘন্টা পর সাতটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরের দিন 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠু চৌধুরীর নাম। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার নাম বাদ পড়ার কারণে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন বঞ্চিত কামাল জামান মোল্লার সমর্থকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনার পরপরই কামাল জামান মোল্লার সমর্থকরা শনিবার (৬ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
শিবচর উপজেলা প্রতিনিধি
৬-১২-২০২৫ রাত ৮:৩৫
মাদারীপুর-১ শিবচরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত কামাল জামান মোল্লার প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিলের ঘটনা ঘটেছে।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ কামাল জামান মোল্লার সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেছেন। এক্সপ্রেসওয়ের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ সময় কামাল জামাল মোল্লার সমর্থকরা বলেন' আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।মাদারীপুর ১ শিবচরের মনোনয়ন কামাল জামালেই দিতে হবে। এ আসনে ধানের শীষ কে বিজয় করতে কামাল জামান নুরুদ্দিন মোল্লার কোন বিকল্প নেই'।
শনিবার(৩ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতের মাদারীপুর জেলার শিবচরের মাদবরেরচরের মোল্লার বাজার নামক স্থানে মহাসড়কে মশাল মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এসময় উভয় লেনে আটকে পড়ে শত শত যানবাহন। দূর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘন্টা পর সাতটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরের দিন 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠু চৌধুরীর নাম। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার নাম বাদ পড়ার কারণে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন বঞ্চিত কামাল জামান মোল্লার সমর্থকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনার পরপরই কামাল জামান মোল্লার সমর্থকরা শনিবার (৬ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।