বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ২৯ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক
২৯-৯-২০২৫ রাত ৯:৪৪
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ২৯ জন গ্রেফতার
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। সাগর (২২) ২। সাইফুল ইসলাম রাব্বি (২৮) ৩। আবু সুফিয়ান (২৯) ৪। আব্দুর রহমান মানিক (৩৬) ৫ । হাবিবুর রহমান ফরহাদ (৩১) ৬। শাহীন (৩৮) ৭। ইসমাইল (২২) ৮। রাজু (২৮) ৯। আনিস (২১) ১০। বশির (৩২) ১১। ওমর হায়দার জিম্মু (৩১) ১২। সুলতান (২৮) ১৩। নাসিম (৪৫) ১৪। সাদ্দাম (২৮) ১৫। রাজু (৩৪) ১৬। মোঃ চাঁন (২৫) ১৭। সানি (২৮) ১৮। সোহান (৩০) ১৯। হানিফ (৪২) ২০। জনি আলী (২৮) ২১। আলমগীর (৪০) ২২। রাসেল (২৬) ২৩। হৃদয় (২৭) ২৪। আবু সাঈদ (১৯) ২৫। আরমান (৩০) ২৬। সাজ্জাদ হোসেন ইমন (১৯) ২৭। সজীব (৪০) ২৮। শাকিব (২৫) ও ২৯। আকাশ (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি ,একটি লোহার হাতলযুক্ত চাপাতি ,নগত চারশত টাকা,৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক
২৯-৯-২০২৫ রাত ৯:৪৪
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। সাগর (২২) ২। সাইফুল ইসলাম রাব্বি (২৮) ৩। আবু সুফিয়ান (২৯) ৪। আব্দুর রহমান মানিক (৩৬) ৫ । হাবিবুর রহমান ফরহাদ (৩১) ৬। শাহীন (৩৮) ৭। ইসমাইল (২২) ৮। রাজু (২৮) ৯। আনিস (২১) ১০। বশির (৩২) ১১। ওমর হায়দার জিম্মু (৩১) ১২। সুলতান (২৮) ১৩। নাসিম (৪৫) ১৪। সাদ্দাম (২৮) ১৫। রাজু (৩৪) ১৬। মোঃ চাঁন (২৫) ১৭। সানি (২৮) ১৮। সোহান (৩০) ১৯। হানিফ (৪২) ২০। জনি আলী (২৮) ২১। আলমগীর (৪০) ২২। রাসেল (২৬) ২৩। হৃদয় (২৭) ২৪। আবু সাঈদ (১৯) ২৫। আরমান (৩০) ২৬। সাজ্জাদ হোসেন ইমন (১৯) ২৭। সজীব (৪০) ২৮। শাকিব (২৫) ও ২৯। আকাশ (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি ,একটি লোহার হাতলযুক্ত চাপাতি ,নগত চারশত টাকা,৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।