287628
শিরোনামঃ
বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের জনগণ এখন নির্বাচনমুখী : নুরুদ্দিন অপু বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য- পরিবেশ উপদেষ্টা কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে সহায়তা প্রদান বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোব ও মশাল মিছিল টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে-শিল্প উপদেষ্টা 

বিভিন্ন অপরাধে কামরাঙ্গীরচর থানায় গ্রেপ্তার ২৬

#
news image

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ফালাহ (২৮) ২। পারভেজ (২৫) ৩। সাকিল (২০) ৪। মোঃ আলী (২৩) ৫। সাদ্দাম (৪৭) ৬। আব্দুল আলী (৩৮) ৭। রাতুল (২০) ৮। শাহাবুদ্দিন (৫৫) ৯। শাওন (২০) ১০। সুমন (৩০) ১১। রিদওয়ান (২৪) ১২ । রিদয় (২৫) ১৩। শাহিন (২৪) ১৪। রবিউল (২৬) ১৫। সাদ্দাম (৩০) ১৬। মেহেদী হাসান (২১) ১৭। শাওন (১৯) ১৮ । লিমন (১৯) ১৯ । সাকিব মন্ডল (১৯) ২০ । সাগর (৩০) ২১। সাগর (১৯) ২২ । নান্টু (২২) ২৩ । জলিল শেখ (৬২) ২৪। মোঃ নজরুল ইসলাম বাচ্চু (৩৬) ২৫। শাহাদাত (২২) ও ২৬। মোঃ দুলাল (২৮) ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক

১২-১০-২০২৫ বিকাল ৫:৫৬

news image

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ফালাহ (২৮) ২। পারভেজ (২৫) ৩। সাকিল (২০) ৪। মোঃ আলী (২৩) ৫। সাদ্দাম (৪৭) ৬। আব্দুল আলী (৩৮) ৭। রাতুল (২০) ৮। শাহাবুদ্দিন (৫৫) ৯। শাওন (২০) ১০। সুমন (৩০) ১১। রিদওয়ান (২৪) ১২ । রিদয় (২৫) ১৩। শাহিন (২৪) ১৪। রবিউল (২৬) ১৫। সাদ্দাম (৩০) ১৬। মেহেদী হাসান (২১) ১৭। শাওন (১৯) ১৮ । লিমন (১৯) ১৯ । সাকিব মন্ডল (১৯) ২০ । সাগর (৩০) ২১। সাগর (১৯) ২২ । নান্টু (২২) ২৩ । জলিল শেখ (৬২) ২৪। মোঃ নজরুল ইসলাম বাচ্চু (৩৬) ২৫। শাহাদাত (২২) ও ২৬। মোঃ দুলাল (২৮) ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।