অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান আমান উল্লাহ আমানের
নিজস্ব প্রতিবেদক
১-১০-২০২৫ দুপুর ৩:৫৯
অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান আমান উল্লাহ আমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, “আসুন আমরা অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার হই।” তিনি বলেন, বারবার ফিরে আসা অন্যায়-অনাচার সমাজের সুশীল ও সাধারণ মানুষের ওপর জুলুম করে থাকে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকাল ৩টায় কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আমান বলেন, “এক বছর আগে আমরা ছাত্র-জনতা মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। তবে এ সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যদি তা মনে করি, তবে আমরা ভুল করব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ এবং সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের জুলুম, দুর্নীতি ও অবিচারকে প্রশ্রয় দেওয়া যাবে না।”
তিনি আগামী দিনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর জোর দেন এবং বলেন, “জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে—আমরা তাকেই স্বাগত জানাব।”
শারদীয় দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “শুধু উৎসব করলেই চলবে না, পূজার মূল বার্তা—ন্যায়ের পক্ষে অবস্থান ও অন্যায়ের প্রতিবাদ—আমাদের জীবনেও ধারণ করতে হবে। প্রতিবছর দুর্গার আবির্ভাব হয় এই বার্তা দেওয়ার জন্যই।”
তিনি বলেন, “আজকের এই পূজামণ্ডপে শুধু হিন্দু ভাইবোনরাই নন, মুসলমানরাও আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এটাই আমাদের ধর্মীয় সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, ইসমাঈল হোসেন জাকির, রেজাউল করিম জুয়েল, কৃষক দলের মতিন আহমেদ, মনিরুজ্জামান মনির, জাহিদুর রহমান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক
১-১০-২০২৫ দুপুর ৩:৫৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, “আসুন আমরা অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার হই।” তিনি বলেন, বারবার ফিরে আসা অন্যায়-অনাচার সমাজের সুশীল ও সাধারণ মানুষের ওপর জুলুম করে থাকে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকাল ৩টায় কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আমান বলেন, “এক বছর আগে আমরা ছাত্র-জনতা মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। তবে এ সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যদি তা মনে করি, তবে আমরা ভুল করব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ এবং সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের জুলুম, দুর্নীতি ও অবিচারকে প্রশ্রয় দেওয়া যাবে না।”
তিনি আগামী দিনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর জোর দেন এবং বলেন, “জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে—আমরা তাকেই স্বাগত জানাব।”
শারদীয় দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “শুধু উৎসব করলেই চলবে না, পূজার মূল বার্তা—ন্যায়ের পক্ষে অবস্থান ও অন্যায়ের প্রতিবাদ—আমাদের জীবনেও ধারণ করতে হবে। প্রতিবছর দুর্গার আবির্ভাব হয় এই বার্তা দেওয়ার জন্যই।”
তিনি বলেন, “আজকের এই পূজামণ্ডপে শুধু হিন্দু ভাইবোনরাই নন, মুসলমানরাও আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এটাই আমাদের ধর্মীয় সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, ইসমাঈল হোসেন জাকির, রেজাউল করিম জুয়েল, কৃষক দলের মতিন আহমেদ, মনিরুজ্জামান মনির, জাহিদুর রহমান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।