287628
শিরোনামঃ
বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য- পরিবেশ উপদেষ্টা কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে সহায়তা প্রদান বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোব ও মশাল মিছিল টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে-শিল্প উপদেষ্টা  বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন চুয়াডাঙ্গায় শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন 'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত-- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

‘সুন্দরী’ নন বলে বাদ পড়তে হয়েছিল শোভিতাকে

#
news image

অভিনয়ে নামবেন, সেভাবে এমন ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত অনুরাগ কশ্যপের হাত ধরে বলিউডে পা রাখেন শোভিতা ধুলিপালা। এরইমধ্যে ৭ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। 

শোভিতা হিন্দি সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওয়েব সিরিজেও। দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। 

অভিনয়ে নামার আগে সৌন্দর্য প্রতিযোগীতায় নাম দিয়ে কয়েকটি পর্বে জেতার পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন শোভিতা। মূলত এরপরই মডেলিং শুরু করেন তিনি। 

শোভিতা বলেন,আমি আদতে কী রকম, তা নিয়েই ধন্দে থাকি। যেন বিনোদনের জন্য আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। কিসের পিছনে যে ছুটে চলেছি, কী করে নিজেকে ভালো রাখা যায়, তা বুঝতে পারি না। এমনকি, কোথায় গিয়ে এর শেষ হবে, তা-ও জানা নেই। 

মডেলিং করার সময়টাতে একবার বেশ ধাক্কা খেতে হয় শোভিতাকে। বড় একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য সহকারী মডেল হিসেবে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জানানো হয় যে, তিনি সুন্দরী নন। তাই তাকে বাদ দিয়ে দেওয়া হয়।  
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভিতা বলেন, আমি ব্যাকগ্রাউন্ড মডেল হিসাবে এক নামী সংস্থায় কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয় যে, আমি সুন্দরী নই। আকর্ষণীয় চেহারা নয় আমার। তাই আমাকে বাদ দিয়ে দেয়। তিন বছর পর ওই সংস্থার তরফে যোগাযোগ করে জানানো হয় যে, আমাকে ওদের বিজ্ঞাপনের প্রধান মুখ করতে চায়। 

শোভিতার প্রথম সিনেমা  ‘রমন রাঘব ২.০’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। 

শুধু হিন্দি এবং তামিল ছবিতেই নয়, হলিউডেও প্রথম কাজ করতে চলেছেন শোভিতা। দেব পাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।

নিজস্ব প্রতিবেদক

২-৩-২০২৩ সকাল ৫:৪১

news image

অভিনয়ে নামবেন, সেভাবে এমন ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত অনুরাগ কশ্যপের হাত ধরে বলিউডে পা রাখেন শোভিতা ধুলিপালা। এরইমধ্যে ৭ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। 

শোভিতা হিন্দি সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওয়েব সিরিজেও। দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। 

অভিনয়ে নামার আগে সৌন্দর্য প্রতিযোগীতায় নাম দিয়ে কয়েকটি পর্বে জেতার পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন শোভিতা। মূলত এরপরই মডেলিং শুরু করেন তিনি। 

শোভিতা বলেন,আমি আদতে কী রকম, তা নিয়েই ধন্দে থাকি। যেন বিনোদনের জন্য আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। কিসের পিছনে যে ছুটে চলেছি, কী করে নিজেকে ভালো রাখা যায়, তা বুঝতে পারি না। এমনকি, কোথায় গিয়ে এর শেষ হবে, তা-ও জানা নেই। 

মডেলিং করার সময়টাতে একবার বেশ ধাক্কা খেতে হয় শোভিতাকে। বড় একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য সহকারী মডেল হিসেবে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জানানো হয় যে, তিনি সুন্দরী নন। তাই তাকে বাদ দিয়ে দেওয়া হয়।  
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভিতা বলেন, আমি ব্যাকগ্রাউন্ড মডেল হিসাবে এক নামী সংস্থায় কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয় যে, আমি সুন্দরী নই। আকর্ষণীয় চেহারা নয় আমার। তাই আমাকে বাদ দিয়ে দেয়। তিন বছর পর ওই সংস্থার তরফে যোগাযোগ করে জানানো হয় যে, আমাকে ওদের বিজ্ঞাপনের প্রধান মুখ করতে চায়। 

শোভিতার প্রথম সিনেমা  ‘রমন রাঘব ২.০’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। 

শুধু হিন্দি এবং তামিল ছবিতেই নয়, হলিউডেও প্রথম কাজ করতে চলেছেন শোভিতা। দেব পাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।